বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৭ লাখ ছাড়িয়েছে

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে সাড়ে সাত লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ১০ লাখ ৮০ হাজার ৩৫৭। এর মধ্যে সুস্থ হয়েছেন এক কোটি ৩৯ লাখ ১১ হাজার ৪১৪ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা পর্যন্ত আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ শনাক্ত ও মৃত্যু হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৪ লাখ ১৫ হাজার ৬৬৬। এর মধ্যে এক লাখ ৭০ হাজার ৪১৫ জনের মৃত্যু হয়েছে।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ২৯ হাজার ৬২১। এর মধ্যে এক লাখ পাঁচ হাজার ৫৬৪ জনের মৃত্যু হয়েছে।

তৃতীয় স্থানে থাকা ভারতে আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৫৯ হাজার ৬১৩। এর মধ্যে ৪৮ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে।

এরপরই রয়েছে রাশিয়ার অবস্থান। দেশটিতে নয় লাখ সাত হাজার ৭৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ১৫ হাজার ৩৮৪ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে এখন পর্যন্ত দুই লাখ ৬৯ হাজার ১১৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে তিন হাজার ৫৫৭ জনের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //