মালদ্বীপে করোনায় প্রথম বাংলাদেশির মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে এ প্রথম মালদ্বীপে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দেশটির সংবাদ মাধ্যম সানএমভি জানায়, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে (আইজিএমইচ) টনিকক্লোনিক সিজারের সময় ওই বাংলাদেশির মৃত্যু হয়।

এর আগে সোমবার সন্ধ্যায় ৩৩ বছর বয়সী বাংলাদেশিকে যুবককে আইজিএমইচ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে করোনা পরীক্ষায় তিনি পজেটিভ শনাক্ত হন।

মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বাংলাদেশি মারা যান বলে সানের প্রতিবেদনে জানানো হয়।

এর আগে ২৯ এপ্রিল করোনায় এক মালদ্বীপের ৮৩ বছরের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটলো।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, মালদ্বীপে এখন পর্যন্ত ৫৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের অধিকাংশই বাংলাদেশি পুরুষ শ্রমিক।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //