আমিরাতে করোনায় আরো এক বাংলাদেশির মৃত্যু

মহামারি করোনায় আক্রান্ত হয়ে মধ্যপ্রচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে  শাহ আলম নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। 

স্থানীয় সময় বুধবার (৬ মে) দেশটির আলআইন সিটিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এর আগে গত ১৯ এপ্রিল তার বড় ভাই বেদারুল ইসলামও করোনায় আক্রান্ত হয়ে মারা যান। 

শাহ আলম ও বেদারুল ইসলামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউপির ১ নং ওয়ার্ডে। তাদের বাবার নাম ডা. শামসুল আলম।

এদিকে  তাদের মৃত্যুতে প্রবাসীদের মনে শোক নেমে এসেছে। করোনার থাবায় তারা আতঙ্কে সময় পার করছেন। 

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৭৩৮ জন। মারা গেছেন ১৫৭ জন। আর ৩ হাজার ৩৫৯ জন সুস্থ হয়েছেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //