ইতালিতে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে ইতালিতে  লোকমান হাওলাদার (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় দুপুর ১ টায় ইতালির মিলানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ নিয়ে দেশটিতে করোনায় ৯ প্রবাসীর প্রাণ গেলো।

ইতালির সবচেয়ে বেশি সংক্রমিত মিলান শহরে বসবাস করতেন লোকমান হাওলাদার। তার গ্রামের বাড়ি মাদারীপুরের কালিকাপুর ইউনিয়নের পূর্ব চরনাচরা গ্রামে বলে নিশ্চিত করেছেন স্থানীয় দোভাষী ও সমাজকর্মী উম্মে হাবিবা শিলা।

লোকমানের মৃত্যুকে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। এর মধ্যদিয়ে শুধু মিলান শহরেই করোনায় আক্রান্ত হয়ে ছয় প্রবাসীর মৃত্যু হলো। এছাড়া বেরগামো শহরে দুইজন এবং রাজধানী রোমে একজন প্রবাসীর প্রাণ নিয়েছে করোনাভাইরাস।

নাগরিক সুরক্ষা বিভাগের রিপোর্ট অনুযায়ী, ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে ১ হাজার ৪০২ জন, যা এর আগের দিন ছিলো ৭৪৪ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ১৭২ জনের এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছে ২ হাজার ৪৫২ জন। 

এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ২১ হাজার ২১৬ জন। এরমধ্যে সুস্থ হয়েছে ১ লাখ ৯ হাজার ৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৩০ হাজার ৯১১ জনের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //