বিদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া, বাংলাদেশের সম্ভাবনা

মালয়েশিয়ার স্থানীয় কর্মীদের সুরক্ষায় কয়েকটি সেক্টরে বিদেশি শ্রমিক নিয়োগে যে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির মানব সম্পদ মন্ত্রী সারাভানান মুরুগান বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে এক বিবৃতিতে জানান, বেশ কিছু নিয়োগদাতার অনুরোধের প্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

এর ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের যেসব নাগরিক বর্তমানে বৈধভাবে কাজের অনুমতি নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন তাদের পুনরায় নিয়োগ পাওয়ার সুযোগ তৈরি হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্থানীয়দের বেকারত্ব দূরীকরণে নতুন করে অভিবাসী শ্রমিক নেয়া বন্ধের ঘোষণা দেয়ার মাত্র এক মাসের ব্যবধানে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। ঘোষণা দিয়েছে আবারো বাইরে থেকে শ্রমিক নেয়ার। এর ফলে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ থেকে শ্রমিক আসার দুয়ার উন্মোচিত হলো।

এক মন্তব্যে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী সারাভনান মুরুগান বলেন, স্থানীয় শ্রমিক না পাওয়ায় প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে অনেক প্রতিষ্ঠান। বাধ্য হয়ে বিদেশি শ্রমিক নিয়োগের অনুমতি দেয়ার অনুরোধ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা। তাদের অনুরোধের ভিত্তিতেই সরকার এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

তবে নিয়োগদাতাদের আগে স্থানীয় শ্রমিক নিয়োগ এবং পরে বিদেশি শ্রমিকদের নিয়োগের ‍অনুরোধ জানানো হয়েছে।

এক্ষেত্রে বিদেশি শ্রমিক যারা বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং যাদের বৈধ ওয়ার্ক পারমিট আছে শুধু তাদের নিয়োগ দেয়া যাবে। কাজ হারানোর আগে বিদেশি শ্রমিকরা যে সেক্টর বা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তাদের সেই সেক্টরেই পুনঃনিয়োগ দেয়ারও পরামর্শ দেন মানবসম্পদমন্ত্রী।

গেলো জুলাই মাসে মানবসম্পদ মন্ত্রণালয় থেকে বিদেশি শ্রমিক, এর মধ্যে নির্মাণ খাত, কৃষি ও বাগানের কাজে শ্রমিক নিয়োগে সীমাবদ্ধতা জারির কথা জানানো হয়।

এদিকে বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে শ্রমিকদের কভিড-১৯ টেস্ট করাতে হবে এবং সেসব তথ্য দিয়ে ফরম পূরণ করে মালিকদের অবশ্যই প্রথমে পুত্রজায়ায় শ্রমিক অধিদপ্তরের প্রধান কার্যালয় বরাবর ডাকযোগে বা ই-মেইলে আবেদন করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

সরকারি হিসেব অনুযায়ী বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ২১ লাখ বিদেশি কর্মী বৈধভাবে অবস্থান করছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //