ব্রাজিলে করোনায় মৃত্যু ২২ হাজার ছাড়ালো

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় বিশ্বের দ্বিতীয় শীর্ষস্থানে উঠে আসা ব্রাজিল মৃত্যুর সংখ্যায়ও ষষ্ঠ শীর্ষস্থানে অবস্থান করছে। দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে।

শনিবার (২৩ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন আরো ১৬ হাজার ৫০৮ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে, এতে ব্রাজিলে আক্রান্তের মোট সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৩৯৮ জনে দাঁড়িয়েছে।

১৬ লাখ ২২ হাজার ৬৭০ জন আক্রান্ত নিয়ে বিশ্বের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র আর ৩ লাখ ৩৫ হাজার ৮৮২ জন আক্রান্ত নিয়ে ব্রাজিলের পর তৃতীয় স্থানে আছে রাশিয়া।

এদিন দেশটিতে কভিড-১৯ রোগে আরো ৯৬৫ জনের মৃত্যু হয়, এতে মোট মৃত্যুর সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে যায়।

মৃত্যুর সংখ্যায়ও বিশ্বের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এরপর যথাক্রমে যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও ফ্রান্সের পরই আছে ব্রাজিল।  

লাতিন আমেরিকার বৃহত্তম এই দেশটির নমুনা পরীক্ষায় সক্ষমতায় ঘাটতি থাকার কারণে আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি পরিসংখ্যান থেকে অনেক বেশি হবে বলে বিশ্বাস পর্যবেক্ষকদের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //