‘বাংলা সাহিত্যে সুফিবাদ’ শীর্ষক বৈঠকি অনুষ্ঠিত

সাম্প্রতিক দেশকালের আয়োজনে ‘বাংলা সাহিত্যে সুফিবাদ’ শীর্ষক বৈঠকি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৬ নভেম্বর) সাম্প্রতিক দেশকালের কার্যালয়ে বিকাল ৫টা থেকে এই বৈঠকি শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে।

বৈঠকি সঞ্চালনা করেন সাম্প্রতিক দেশকালের পরিকল্পনা সম্পাদক আরশাদ সিদ্দিকী।

বৈঠকিতে মূল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের দর্শন বিভাগের সুপারনিউমারি শিক্ষক অধ্যাপক ড. আনিসুজ্জামান। প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনের বিভিন্ন শাখা। তুলনামূলক ধর্মতত্ত্ব, বাংলাদেশের সমাজ, সামাজিক অবস্থা, তরুণ প্রজন্ম, ফলির লালন সাঁইয়ের জীবনদর্শন সহ সামাজিক ও মানবিক বিদ্যার বিভিন্ন শাখায় তিনি কাজ করেছেন।

. আনিসুজ্জামান লাভ করেছেন ভারতের সর্বোচ্চ ধর্মীয় উপাধি 'নিম্বাকরত্ন'। দর্শন সাগর, দর্শন আচার্য, ধর্মমর্মজ্ঞানী, বিনয় মুকুট, অ্যাম্বাসেডর অব পিস এন্ড ইন্টার রিলিজিয়াস হারমনি, গাজ্জালি এফ ওয়াক্ত, বাংলার কলন্দরসহ আরো অনেক উপাধিতে ভূষিত হয়েছেন। তিনি অধ্যাপনার পাশাপাশি SOUTH ASIAN FRATERNITY'র বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। বিশ্বের দর্শন সভায় এশিয়ার সক্রেটিস হিসাবে তাঁর পরিচয় বিদিত।    

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //