বানান বিতর্ক: যা জানালো বাংলা একাডেমি

বাংলা একাডেমি সম্প্রতি কিছু বাংলা বানান রীতিতে পরিবর্তন আনায় তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। 

এরই প্রেক্ষিতে আজ মঙ্গলবার (১৪ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টির ব্যাখ্যা দিয়েছে বাংলা একাডেমি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান’ প্রথম প্রকাশিত হয় ২০১৬ সালের ১লা ফেব্রুয়ারি। প্রকাশের পর থেকেই একটি অভিধান পুরোনো হয়ে যায় এবং তখন থেকেই শুরু হয় এর পরিবর্ধন ও পরিমার্জনের কাজ। এরই ধারাবাহিকতায় অভিধানটির প্রথম পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণ প্রকাশিত হয় ২০১৬ সালের এপ্রিলে।

এতে আরো বলা হয়, এ কাজ করতে গিয়ে বেশকিছু ভুলত্রুটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বানান বিতর্কে যে বিকল্প বানানের কথা বলা হচ্ছে, তা ইতিমধ্যে ‘আধুনিক বাংলা অভিধান'’-এর পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণে সংযোজিত হয়েছে। এছাড়া বহুল ব্যবহৃত শব্দের বিকল্প বানানও এ সংস্করণে যোগ করা হয়েছে।

সেই সঙ্গে দৈনন্দিন ব্যবহারে থাকলেও এখন পর্যন্ত অভিধানে স্থান পায়নি এমন কিছু নতুন শব্দও সংযোজিত হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আধুনিক বাংলা অভিধান’-এর এ সংস্করণটি অচিরেই বাংলা একাডেমি থেকে প্রকাশিত হবে এবং চলমান বানান-বিতর্কের অবসান ঘটবে- এমনটাই প্রত্যাশা।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //