বেইজিংয়ে করোনাভাইরাসের নতুন করে প্রকোপের শঙ্কা

চীনের রাজধানী বেইজিংয়ের এক পাইকারি বাজার থেকে প্রকোপ শুরু হওয়ার পর দেশটির রাজধানীতে করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ আঘাত করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক কর্মকর্তা চু জুনওয়েই নিশ্চিত করছেন, শিনফাডি পাইকারি বাজার থেকে ৪৫ জনকে নতুন করে করোনা শনাক্ত করা হয়েছে।

বেইজিংয়ের দক্ষিণ-পূর্বে অবস্থিত ওই বাজারের ১০ হাজারেরও বেশি কর্মীর করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। বেইজিংয়ের বাসিন্দাদের জন্য শতকরা ৮০ ভাগ মাংস ও সবজি আসে এই বাজার থেকে।

এই ঘটনার পর আশেপাশের ১১টি এলাকা লকডাউন করা হয়েছে বলে গতকাল শনিবার দেশটির কর্মকর্তারা জানান।

তারা বলেন, আমদানি করা স্যামন মাছ কাটা হয় এমন এক জায়গায় করোনাভাইরাসের নমুনা পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, মিলিটারি পুলিশের শত শত সদস্য মার্চ করে শিনফাডি মার্কেটে যাচ্ছে। সেখানকার কোনো কোনো এলাকা শুধুমাত্র বাসিন্দাদের ছাড়া অন্য সবার জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ওই বাজারের আশেপাশে সব স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন। শহরের বিখ্যাত দুটি স্থান লামা মন্দির ও ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসও বন্ধ করে দেয়া হয়েছে।

চীনা কর্মকর্তারা একে যুদ্ধকালীন জরুরি অবস্থার সাথে তুলনা করেছেন। -বিবিসি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //