সেনাদের মার্শাল আর্ট শেখাতে প্রশিক্ষক পাঠাচ্ছে চীন

তিব্বতে অবস্থান করা চীনা সৈন্যদের মার্শাল আর্ট শেখানোর জন্য ২০ জন প্রশিক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। চীনা সীমান্ত রক্ষীদের সাথে সংঘর্ষের পর অন্তত ২০ জন ভারতীয় সৈন্য নিহত হওয়ার পরপর এমন সিদ্ধান্ত নিলো বেইজিং।

বিবিসির খবরে জানানো হয়, দুই দেশের মধ্যে ১৯৯৬ সালের সমঝোতা অনুযায়ী, কোনো পক্ষই ওই এলাকায় আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক বহন করে না।

হংকংয়ের গণমাধ্যমের খবর অনুযায়ী, মার্শাল আর্ট প্রশিক্ষক পাঠানোর এই খবরটি চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোয় গত ২০ জুন প্রকাশিত হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ২০ জন মার্শাল আর্ট যোদ্ধা তিব্বতের রাজধানী লাসায় অবস্থান করবে। তবে চীনের গণমাধ্যমগুলো এটা নিশ্চিত করেনি যে, তারা ভারত সীমান্তে দায়িত্বরত চীনা সৈন্যদের প্রশিক্ষণ দেবে কি না।

গত ১৫ জুন লাদাখের গালওয়ান ভ্যালির সংঘর্ষের ঘটনায় একে অপরকে দায়ী করেছে চীন ও ভারত। ওই ঘটনার পর থেকে পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে থাকা অচিহ্নিত লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) নিয়ে দীর্ঘ দিনের উত্তেজনা আবার দেখা দিয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //