দুর্নীতির দায়ে নাজিব রাজাকের ১২ বছরের জেল

দুর্নীতির মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১২ বছরের জেল দেয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ৪ কোটি ৯৩ লাখ ডলার।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) কুয়ালালামপুর হাই কোর্টের বিচারক মোহাম্মদ নাজিম মোহাম্মদ গাজ্জালি এ রায় ঘোষণা করেন।

এ মামলায় প্রসিকিউশনের আনা সাত দফা অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে জানান বিচারক। প্রত্যেকটি অভিযোগের জন্য আলাদাভাবে সাজা ঘোষণা করা হয়। এর মধ্যে ক্ষমতার অপব্যবহারের একটি অভিযোগে নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ডের পাশাপাশি জরিমানা করেন বিচারক।  

এছাড়া দায়িত্বে থেকে বিশ্বাসভঙ্গের তিনটি অভিযোগের প্রত্যেকটিতে ১০ বছর করে এবং মানি লন্ডারিংয়ে তিনটি অভিযোগের প্রত্যেকটিতে তাকে আর ১০ বছর করে সাজা দেয়া হয়।

রায়ে বলা হয়, নাজিব রাজাকের সবগুলো ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে। ফলে সব মিলিয়ে তাকে সর্বোচ্চ ১২ বছর জেল খাটতে হবে।

এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার ক্ষমতায় থাকা নাজিব রাজাক।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রসিউকিউশন যেসব সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করেছেন, তাতে দোষী সাবস্ত্য হয়েছেন নাজিব রাজাক।

২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন মালয়েশিয়ান ডেভেলপমেন্ট বার্হাড থেকে ৪ কোটি ২০ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত (১ কোটি ডলার) প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করেন নাজিব। ২০১৫ সালে তার এসব কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ান কর্তৃপক্ষ দাবি করে, এই ফান্ড থেকে ৪৫০ কোটি ডলার বেআইনিভাবে উত্তোলন করে ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //