দিল্লিতে তাবলিগে যাওয়া ৭৩ বাংলাদেশি কোয়ারেন্টিনে

দিল্লির নিজামুদ্দিন মারকাজের তাবলিগ জামাতে অংশ নেয়া ৭৩ জন বাংলাদেশি নাগরিককে ভারত সরকার কোয়ারেন্টিনে রেখেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, দিল্লির নিজামুদ্দিন মারকাজের তাবলিগ জামাতে অংশ নেয়া ৭৩ জন বাংলাদেশি নাগরিককে ভারত সরকার কোয়ারেন্টিনে রেখেছে। তবে ঠিক কতজন বাংলাদেশি সেখানে অংশ নিয়েছিলেন, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, তাবলিগে অংশ নেয়া বাংলাদেশিদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর করোনা নেগেটিভ হলে তাদের ফিরিয়ে আনা হবে।

মোমেন আরো জানান, ভারতে আটকে পড়া বাংলাদেশের প্রায় এক হাজার শিক্ষার্থীকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

দিল্লির নিজামুদ্দিন মারকাজে গত ১৩-১৫ মার্চ অনুষ্ঠিত তাবলিগ জামাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন অংশ নেন। বাংলাদেশ নিশ্চিত না হলেও ভারত সরকার জানিয়েছে এতে বাংলাদেশ থেকে ৪৯৩ জন নাগরিক অংশ নেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //