শিক্ষা প্রতিষ্ঠান এখনই খোলা হবে না: প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনই খোলা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে আমরা ধাপে ধাপে এগোতে চাচ্ছি। তাই শিক্ষা প্রতিষ্ঠান এখনই উন্মুক্ত করব না।

আজ রবিবার (৩১ মে) সকালে সাড়ে ১০ দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসির ফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান উন্মুক্ত করা হবে। এই অবস্থার উন্নতি হলে উন্মুক্ত করবো।

এসময় সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। একইসাথে যারা এই করোনাকালেও ফল প্রকাশের জন্য যারা কাজ করেছেন তাদেরকেও অভিনন্দন জানান তিনি।

শিক্ষার্থীদের পড়াশোনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্কুলের বই পড়ার পাশাপাশি বিশ্বকেও জানতে হবে।

তিনি বলেন, সবাই মনযোগ দিয়ে লেখাপড়া করবে। আমার বিশ্বাস এই করোনাভাইরাসের আঘাত থেকে বিশ্ব মুক্তি পাবে, বাংলাদেশ মুক্তি পাবে। যেকোনো সংকটে আত্মবিশ্বাস রাখতে হবে। নিজের আত্মবিশ্বাসটাই বড়। মনে রাখতে হবে আমরা বিজয়ের জাতি। যেকোনো ঝড়ঝাপটা আসুক আত্মবিশ্বাসের সাথে মোকাবিলা করব। এই অবস্থার উত্তরণ ঘটাব।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //