করোনা সংক্রমণে ইতালিকে ছাড়িয়ে বিশ্বে ১৫তম বাংলাদেশ

ইতালিকে ছাড়িয়ে বিশ্বে করোনা সংক্রমিত দেশের তালিকায় ১৫তম স্থানে এখন বাংলাদেশ। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ২ হাজার ৮৫১ জনসহ মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ২ লাখ ৫২ হাজার ৫০২ জন। অন্যদিকে, ইতালিতে করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ২০৪ জন। 

এদিকে, দেশে করোনায় সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৩৩৩ জন। নতুন করে মারা যাওয়া ২৭ জনের পুরুষ ২৪ জন ও নারী ৩ জন।

আজ শুক্রবার (৭ আগস্ট) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। এ সময়ে ২ হাজার ৮৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৭ জন। গত ২৪ ঘণ্টায় আগেরসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৯৯টি নমুনা। এর আগের দিন ১২ হাজার ৭০৮টি নমুনা পরীক্ষা করা হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৫৮৩ জন। এছাড়াও দেশে ৮৪টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ১২ লাখ ৩৭ হাজার ৮২৩টি নমুনা।

গতকাল বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৭৭ জনের জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়। মারা যান ৩৯ জন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //