সশস্ত্র বাহিনীতে এক সপ্তাহে করোনা আক্রান্ত আরো ৬৫২

গত এক সপ্তাহে সশস্ত্র বাহিনীর ৬৫২ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এসময়ে সশস্ত্র বাহিনীর এক সদস্য ছাড়াও অবসরপ্রাপ্ত ও তাদের পরিবারের সদস্য মিলে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। 

এ নিয়ে সশস্ত্র বাহিনীতে করোনায় মোট ১২৪ জনের ‍মৃত্যু হলো। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে শনিবার (১৫ আগস্ট) পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের আট হাজার ৬৩৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সামরিক বাহিনীতে কর্মরত অবস্থায় মারা গেছেন ১৩ জন। 

এছাড়াও সামরিক বাহিনী থেকে অবসরে যাওয়া ও তাদের পরিবারের সদস্যদের যারা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন তাদের মধ্যে ১১১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে সম্পূর্ণ সুস্থ হয়েছেন সাত হাজার ৬৮৬ জন। যাদের অনেকেই এরইমধ্যে কাজে ফিরে গেছেন। বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন আছেন ৮২৬ জন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //