করোনায় চাপে গোটা দেশ: পরিকল্পনামন্ত্রী

করোনাভাইরাসে চাপের মধ্যে রয়েছে দেশের প্রত্যেক মানুষ বলে মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী এম মান্নান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিবিএস ভবনে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, করোনা হোক বা না হোক, জনগণের অর্থ-সম্পদ আমাদের কাছে আমানত হিসেবে আছে। এর ব্যবহারে আমাদের সচেতন হতে হবে। আমরা ব্যয় করবো, যত ব্যয় তত লাভ। এটা সত্যি। অর্থনীতির শিক্ষাই তাই। কিন্তু ব্যয় হতে হবে প্রকৃত ব্যয়, প্রয়োজনীয় ব্যয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, যেটা আপনারা-আমরা চুক্তিবদ্ধ জনগণের কাছে। সময়টা প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর জনগণের জন্য ব্যয় করবো। বিনিময়ে জনগণ আমাদের সুযোগ-সুবিধা দেবে। আমরা চুক্তিবদ্ধ হয়েছি।

এছাড়া তিনি আরও বলেন, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক,   স্বাধীনতার পতাকা সমুজ্জ্বল রেখে, আমরা সবাই দায়িত্ব পালন করবো। দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের মহাপুরুষ বঙ্গবন্ধুকে স্মরণ করবো। তার সঙ্গে যারা সংগ্রামের সময়ে প্রাণ দিয়ে গেছেন, তাদের স্মরণ করবো।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //