ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের উদ্যোগে বিশেষ কর্মশালা

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কুমিল্লা জোনের উদ্যোগে “রিস্ক বেজড শরীআ'হ অডিট” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

গত শনিবার জোনাল অফিসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান মোহাম্মদ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শরীআ'হ্ সেক্রেটারিয়েট প্রধান মোহাম্মদ শামছুল হুদা। এছাড়াও ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 

প্রধান অতিথি ভাষণে বলেন, শরীআ'হ্ পরিপালন ইসলামী ব্যাংকের মূল চালিকাশক্তি। 

এছাড়া প্রযুক্তির উৎকর্ষের এই যুগে প্রযুক্তিসমৃদ্ধ ব্যাংকিং সেবার প্রসার ও শরী‘আহ্ পরিপালনে আরো বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

কুমিল্লা জোন ও এর আওতাধীন ২৪টি শাখার নির্বাচিত বিনিয়োগ কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি    

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //