এসবিএসি ব্যাংকের ডিপিএসের কিস্তি বিলম্বে জরিমানা ছাড়

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের সঞ্চয়ী আমানত প্রকল্পের (ডিপিএস) মাসিক কিস্তি বিলম্বে পরিশোধে জরিমানা মওকুফ করা হয়েছে।

সরকার ঘোষিত সাধারণ ছুটি ঘোষণার দিন থেকে আগামী ৩০ জুন পর্যন্ত সবধরনের ডিপিএস গ্রাহকরা এ সুবিধা পাবেন।

মহামারী করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে গ্রাহক স্বার্থে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির (ম্যানকম) সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম চৌধুরী।

নভেল করোনাভাইরাস প্রেক্ষিতে সরকার ২৬ মার্চ থেকে ধাপে ধাপে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করেছে। এসময়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। তাছাড়া মানুষের আয়ও অনেকাংশে কমে গেছে।

এ প্রেক্ষিতে গ্রাহকদের ওপর বাড়তি চাপ কমাতে আগামী ৩০ জুন, ২০২০ পর্যন্ত বিলম্বে কিস্তি পরিশোধে জরিমানা ছাড় করা হয়েছে।

এ সময়ে ডিপিএস গ্রাহক তাদের কিস্তি পরিশোধে অপারগ হলে ব্যাংক কর্তৃক পূর্বনির্ধারিত জরিমানা ফি মওকুফ করবে। গ্রাহকরা তাদের বকেয়া ডিপিএসের অর্থ জমায় পরবর্তী তিন মাস অতিরিক্ত সময় পাবেন এবং এ সময়ে তাদের নিয়মিত কিস্তিও পরিশোধ করতে হবে।

পাশাপাশি যেসব গ্রাহকদের স্কিমের কিস্তির অর্থ ব্যাংক হিসাব থেকে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেয়ার চুক্তি রয়েছে, তা পর্যাপ্ত তহবিল থাকা সাপেক্ষে অব্যাহত থাকবে। তবে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা অর্থের স্বল্পতা থাকলে তিনিও জরিমানা মওকুফের সুবিধা পাবেন।  
  
এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী বলেন, মহামারী করোনাভাইরাসে বিশ্বব্যাপী জীবনযাত্রা স্থবির হয়ে গেছে। মানুষের উপার্জনও সঙ্কুচিত হয়েছে। তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে সরকার কভিড-১৯ সংক্রামণ রোধে জনসাধারণকে ঘরে রাখতে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এমতাবস্থায় গ্রাহকদের সুবিধা বিবেচনায় ব্যাংকের সবধরনের সঞ্চয়ী আমানত প্রকল্পের মাসিক ভিত্তিক কিস্তি বিলম্বে পরিশোধে জরিমানা আরোপে রেহাই দেয়া হয়েছে।

বিলম্বে কিস্তি পরিশোধে সংশ্লিষ্ট গ্রাহকের স্কিমের সুবিধায় কোনো পরিবর্তন আসবে না। এতে করে বিরূপ পরিস্থিতিতে ডিপিএসের কিস্তি জমার বিড়ম্বনা থেকে গ্রাহকরা মুক্তি পাবেন বলে জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //