বগুড়ার যমুনা ব্যাংকের শাখা ম্যানেজার গ্রেফতার

গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংকের বগুড়া শাখার সাবেক ম্যানেজার সওগাত আলীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে বগুড়া শহরের বড়গোলা এলাকায় যমুনা ব্যাংকের শাখা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সওগাত আলী রংপুর জেলা সদরের কামালকাসনা এলাকার মোহতাছিম বিল্লাহর ছেলে। তিনি ২০১৭ সালের ১১ অক্টোবর ওই ব্যাংকের বগুড়া শাখায় যোগ দেন।

দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম  জানান, বগুড়া শহরের বড়গোলা শাখার ম্যানেজার সওগাত আরমান ২০১৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ২২ জন গ্রাহকের টাকা নিজ একাউন্টে নিয়ে আত্মসাৎ করে এমন খবর জানতে পেয়ে তদন্ত শুরু করা হয়। তদন্তে প্রাথমিক ভাবে প্রমাণিত হয়। 

তিনি বলেন, ইতোমধ্যে তিনি গত ২৩ জুলাই বদলি হয়ে অন্যত্র চলে যান। মঙ্গলবারে তিনি বগুড়ায় ব্যাংকে এলে সেখান থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আত্মসাতের কথা স্বীকার করে। পরে তাকে থানা হেফাজতে রাখা হয়।

অর্থ আত্মসাতের অভিযোগে দুদক সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে বুধবার (২৯ জুলাই) সাওগাত আরমানের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে বলেও জানান তিনি। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //