লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা ভালো

ভারতীয় সংগীত কিংবদন্তি লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা ভালো বলে জানা গেছে। তার পারিবারিক সূত্র ভারতের সংবাদমাধ্যমকে তা নিশ্চিত করেছে।

লতা এখন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছে।

১৫ নভেম্বর লেখক শোভা দে এক টুইটের মাধ্যমে বিষয়টি জানান। তিনি বলেন, ‘মাত্রই লতা মঙ্গেশকরের পরিবারের সঙ্গে কথা হলো। তিনি এখন ভালো আছেন।’

১০ নভেম্বর দিবাগত রাতে লতা মঙ্গেশকর শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গুরুতর অবস্থায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

বার্তা সংস্থা পিটিআইকে হাসপাতালের এক কর্মকর্তা বলেছেন, ‘রাত দেড়টার দিকে তাকে (লতা মঙ্গেশকর) হাসপাতালে নিয়ে আসা হয়। তখন শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তাই দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়েছে।’

সর্বজন শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর ভারতের অন্যতম সেরা গায়িকা। শুধু হিন্দি ভাষায় এক হাজার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ২০০১ সালে তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্নে ভূষিত হয়েছেন।

গত ২৮ সেপ্টেম্বর এই শিল্পী ৯০-এ পা দিয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //