১ লাখ মানুষকে একমাসের রেশন দেবেন অমিতাভ বচ্চন

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১১৮ জনে দাঁড়িয়েছে। ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে।

এদিকে, করোনাভাইরাস সতর্কতায় ভারতে ২১ দিনের লকডাউন চলছে। এই সময়ে উপার্জনহীন থাকা এক লাখ মানুষকে আগামী এক মাসের রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

এনডিটিভি জানিয়েছে, এই মহামারিকালে ভারতীয় চলচ্চিত্র জগতের ‘মাতৃ সংগঠন’ এআইএফইসি’র এক লাখ সদস্যের দিকে এভাবেই সহায়তার হাত বাড়িয়ে দিতে চাচ্ছেন বিগ বি।

অমিতাভ বচ্চনের এই সিদ্ধান্তের কথা টুইট করে জানিয়েছেন দেশটির ফিল্ম সমালোচক কোমল নাহতা।

তিনি লিখেছেন, ‘অমিতাভ বচ্চন “অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িস কনফেডারেশনের (এআইএফইসি)” এর লাখ সদস্যকে এক মাসের রেশন দেবেন। খবরটি সংস্থার কর্ণধার অশোক দুবেই জানিয়েছেন।’


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //