করণের বাড়িতে করোনার থাবা

নন্দিত পরিচালক করণ জোহরের বাড়িতেও করোনাভাইরাস হানা দিয়েছে। তার বাড়ির দুই কর্মীর শরীরে এ রোগের উপসর্গ দেখা দিয়েছে। 

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, করণের বাড়ির দুই কর্মীর শরীরে এই রোগের উপসর্গ দেখা দিলে তাদের নমুনা পরীক্ষা করা হয়। এতে দুজনের রিপোর্ট পজিটিভ আসে। এরপর করণ নিজের ও পরিবারের অন্যান্যদের নমুনা পরীক্ষা করতে দেন। তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।

সংবাদমাধ্যম আরো জানায়, করোনার উপসর্গ দেখা দেয়ার পরই ওই দুই গৃহকর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। তারপর খবর দেয়া হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। শহর কর্তৃপক্ষ এসে করণের গোটা বাড়িতে জীবাণুনাশক স্প্রে ছিটায়।

এ বিষয়ে ‘কুচ কুচ হোতা হ্যায়’ খ্যাত পরিচালক করণ জোহর বলেন, পরিবারের অন্য সদস্য ও কর্মীরা সুস্থ আছে। আমরা প্রত্যেকেই টেস্ট করেছি। সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। তা সত্ত্বেও আমরা প্রত্যেকেই ১৪ দিনের জন্য সেলফ আইসোলেশনে থাকবো। সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। 

তিনি বলেন, অন্য মানুষদের সুরক্ষার জন্য আমরা সদা সতর্ক এবং প্রতিজ্ঞাবদ্ধ। দায়িত্ব নিয়ে বলছি, আমরা সবরকম নিয়ম মেনে চলবো।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //