কিংবদন্তি নাট্যশিল্পী আলকাজির প্রয়াণ

ভারতীয় কিংবদন্তি নাট্যশিল্পী ইব্রাহিম আলকাজির আর নেই। নয়াদিল্লির এক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মৃত্যুকালে আলকাজির বয়স হয়েছিল ৯৫ বছর।

দেশভাগের পরে গোটা পরিবার পাকিস্তানে চলে গেলেও ভারতেই রয়ে যান এই কিংবদন্তি। থিয়েটার ও ফাইন আর্টসের সমঝদার আলকাজি চল্লিশের দশকে লন্ডনে যান। পরে রয়েল একাডেমি অব ড্রামাটিক আর্টস-এ যোগ দেন। 

চল্লিশ ও পঞ্চাশের দশকে ভারতীয় থিয়েটারের অগ্রগণ্য নামের মধ্যে তিনি ছিলেন অন্যতম। শেক্সপিয়র, ইবসেন, চেকভের নাটক ও গ্রিক ট্র্যাজেডির বলিষ্ঠ রূপ মঞ্চস্থ হয়েছে তার হাত ধরে। পরে ৩৭ বছর বয়সে বম্বে ছেড়ে তিনি দিল্লি চলে যান। ১৯৬২ সাল থেকে ১৯৭৭ পর্যন্ত, দীর্ঘ ১৫ বছর ন্যাশনাল স্কুল অব ড্রামার ডিরেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন। যা প্রতিষ্ঠানটির ইতিহাসে একটি নজির।

এনএসডি-র পদে থাকাকালীন তিনি সনাতন নাটকের ধারার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটান। পরে ওই পদ থেকে অবসর নেওয়ার পরে তিনি দিল্লিতে স্ত্রীর সঙ্গে মিলে আর্ট হেরিটেজ নামে একটি গ্যালারির প্রতিষ্ঠা করেন। সেখানে ফোটোগ্রাফ, বই, আর্টের কালেকশন তৈরি করা হয়। থিয়েটারের পাশাপাশি আর্টের নানা সামগ্রী সংগ্রহ করার শখ ছিল তার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //