শীর্ষ ব্যবসায়ী মঞ্জুর এলাহী সস্ত্রীক করোনা আক্রান্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী এবং তার স্ত্রী অধ্যক্ষ নিলুফার মঞ্জুর।

শনিবার (২৩ মে) রাতে এই দম্পতির ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন এবং বাবা-মায়ের জন্য দোয়া চেয়েছেন।

‌তি‌নি বলেন, তার মা নিলুফার মঞ্জুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন এবং তার বাবা বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

সৈয়দ মঞ্জুর এলাহী দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি এ গ্রুপের চেয়ারম্যান।

নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সানবিমস স্কুলের প্রতিষ্ঠা করেন। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত।

সরকারি হিসাব অনুযায়ী দেশে শনিবার নাগাদ ৩২ হাজার ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ৪৫২ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৬ জন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //