আয়কর বিবরণী দাখিলের সময় বাড়লো

করোনাভাইরাস মহামারি পরিস্থিতির কথা বিবেচনা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তি শ্রেণী ও কোম্পানি করদাতাদের জন্য আয়কর বিবরণী দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে। 

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করদাতারা কোনো ধরনের জরিমানা ও সুদ ছাড়াই আয়কর বিবরণী দাখিল করতে পারবেন।

এনবিআর গত মঙ্গলবার (৩০ জুন) এ বিষয়ে একটি আদেশ জারি করে। আয়কর অধ্যাদেশ,১৯৮৪ ধারার ১৮৪জি তে প্রদত্ত ক্ষমতাবলে এনবিআর এ আদেশ জারি করেছে। 

এ ধরনের সময় বাড়ানোর ক্ষমতা প্রদানের জন্য গত ২০ মে আয়কর অধ্যাদেশ সংশোধন করা হয়।

আদেশে বলা হয়, সকল শ্রেণীর করদাতাদের জন্য যেসকল ক্ষেত্রে পরিপালনের সময়সীমা গত ২৬ মার্চ হতে এ পর্যন্ত উত্তীর্ণ হয়েছে অথবা ২৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তীর্ণ হবে সে সকল ক্ষেত্রে পরিপালনের সময়সীমা ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা হলো। -বাসস

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //