ঢাকা থেকে সপ্তাহে ৩ ফ্লাইট তার্কিশ এয়ারলাইনসের

মহামারি করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের কারণে গত ২০ মার্চ থেকে ঢাকায় ফ্লাইট বন্ধ রেখেছিল তার্কিশ এয়ারলাইনস। দীর্ঘ ১১৯ দিন পর ঢাকা থেকে আবারো ফ্লাইট চালু করে তার্কিশ। 

দীর্ঘ সময় পর পুনরায় ঢাকা-ইস্তানবুল রুটে ফ্লাইট পরিচালনায় নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ব্যবহার করছে এয়ারলাইনসটি।

জানা গেছে, ঢাকা থেকে সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে তার্কিশ এয়ারলাইনস। ঢাকা-ইস্তানবুল রুট হয়ে যাত্রীরা ইউরোপ, আমেরিকা, যুক্তরাজ্য, কানাডাসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন।

তার্কিশ এয়ারলাইনসতবে তার্কিশের নতুন নিয়ম অনুযায়ী. যাত্রীদের ভ্রমণের সময় করোনা আক্রান্ত না থাকার সনদ রাখতে হবে। যাত্রার ৭২ ঘণ্টা আগে সরকার নির্ধারিত কেন্দ্র থেকে এই সনদ সংগ্রহ করতে হবে প্রত্যেককে।

ঢাকায় তার্কিশ এয়ারলাইনসের সেলস অ্যান্ড ট্রাফিক অফিসার এজাজ কাদরী গণমাধ্যমকে বলেন, পুনরায় ফ্লাইট চালুর জন্য পুরোপুরি নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ ব্যবহার করেছি আমরা। বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির নির্দেশনা অনুযায়ী ২৫ শতাংশ আসন ফাঁকা রাখা হচ্ছে। যাত্রীদের বড় আকারের উড়োজাহাজে সেবা দিয়ে গন্তব্যে পৌঁছে দিতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।

তার্কিশ এয়ারলাইনসবে সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছ থেকে গত ৩ জুলাই থেকে ঢাকায় ফের ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছিল জনপ্রিয় এই বিমান সংস্থা। তবে তুরস্কের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের বিধিনিষেধের কারণে ১৫ জুলাই পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখে তারা।

তার্কিশ এয়ারলাইনসের যাত্রীরা ০১৮৪৪০৫৯৯৬১ নম্বরে কল করে এবং [email protected] ঠিকানায় ই-মেইল পাঠানোর মাধ্যমে যেকোনো প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //