গণ বিশ্ববিদ্যালয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশ

করোনার ঝুঁকি থেকে সুরক্ষা পেতে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল ফেসবুক গ্রুপের মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু।

সোমবার (৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক গ্রুপে দুইটি বিভাগের ফল প্রকাশ করেন তিনি। এতে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চতুর্থ সেমিস্টার এবং পদার্থ ও রসায়ন বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশিত হয়।

ফেসবুকে পরীক্ষা ফল প্রকাশ অনেকটা বিরল ঘটনা। এই বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ফেসবুকে ফল প্রকাশ এর আগেও করা হয়েছে। তবে এবার আরো গুরুত্ব দিয়ে করা হয়েছে। কারণ শিক্ষার্থীরা এখন ক্যাম্পাসের বাহিরে আছেন। এ কারণে তারা ক্যাম্পাসে এসে দেখতে পারবে না।

মীর মুর্ত্তজা আলী বাবু আরো বলেন, ফেসবুকে ফল প্রকাশ আগেও করেছি আমরা। মাঝে বন্ধ ছিলো। এরপর থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফল এভাবে প্রকাশিত হবে। আমি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া চলতি সেমিস্টারের ফাইনাল পরীক্ষার বিষয়ে এখনো কোনো আলোচনা করা হয়নি বলে জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //