ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ১৭৫

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে নির্ধারিত ২০ ওভার শেষে ১৭৪ রান করেছে স্বাগতিক ভারত। জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ১৭৫ রান। ভারতের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন শ্রেয়াস আইয়ার। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন শফিউল ও সৌম্য সরকার।

ম্যাচের শুরুতেই দারুণ বোলিং করে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে ফেরান পেসার শফিউল ইসলাম। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে বোল্ড হয়ে ফেরার আগে ৬ বলে মাত্র ২ রান করেন রোহিত।

এরপর উইকেটে আসা লোকেশ রাহুলকে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করেন ধাওয়ান। আল আমিন-শফিউল-মুস্তাফিজদের ওপর চড়াও হতে থাকেন  ধাওয়ান ও রাহুল। কিন্তু ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে শফিউলকে উড়িয়ে মারতে গিয়ে মাহমুদউল্লাহর ক্যাচে পরিণত হন ধাওয়ান। ফেরার আগে ১৬ বলে ১৯ রান করেন ধাওয়ান। প্রথম পাওয়ার প্লে শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৪১।

এরপর রাহুলকে সঙ্গ দিতে উইকেটে আসেন শ্রেয়াস আইয়ার। প্রথমদিকে কোনো ঝুঁকি না নিয়ে স্কোর বাড়াতে থাকেন রাহুল-আইয়ার। দশম ওভার থেকে চড়াও হয়ে খেলতে থাকেন তারা। মুস্তাফিজের ওই ওভারে ১২ রান নেন তারা। ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৭১।

১১তম ওভারে বোলিং করতে আসা লেগ স্পিনার আমিনুলের ১৬ রান নেন ভারতীয় ব্যাটসম্যানরা। সৌম্য সরকারের করা ১২তম ওভারের পঞ্চম বলে ২ রান নিয়ে অর্ধশতক পূর্ণ করেন লোকেশ রাহুল। তবে ১৩তম ওভারের প্রথম বলেই আল আমিনের শিকারে পরিণত হন রাহুল। ফেরার আগে ৩৫ বলে ৫২ রান করেন তিনি।

এরপর শ্রেয়াসকে সঙ্গ দিতে আসেন উইকেটকিপার ব্যাটসম্যান রিসাভ পান্ত। ১৪তম ওভারে বোলিংয়ে আসেন সৌম্য। ওই ওভারে ১২ রান নেন ভারতীয় ব্যাটসম্যানরা। 

এরপর বোলিং করতে আসা আফিফ হোসাইনকে প্রথম তিন বলে তিন ৬ মেরে স্বাগত জানান শূন্য রানে জীবন পাওয়া শ্রেয়াস। ওই ওভার থেকে ২০ রান সংগ্রহ করে ভারত। ১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১২৯।

এরপর ১৭তম ওভারে জোড়া আঘাত হানেন সৌম্য সরকার। প্রথম উইকেটকিপার ব্যাটসম্যান রিসাভ পান্তকে বোল্ড করেন সৌম্য। এরপর বিপজ্জনক শ্রেয়াসকে লিটনের ক্যাচে পরিণত করেন সৌম্য। ফেরার আগে ৩৩ বলে ৬২ রান করেন শূন্য রানে জীবন পাওয়া শ্রেয়াস।

শফিউলের করা ১৮তম ওভারে ১৩ রান নেয় ভারত। ১৯তম ওভারে আল আমিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৬ রান করতে পারে ভারত। 

নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান করে ভারত।

এর আগে রবিবার (১০ নভেম্বর) নাগপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।

একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ মিঠুন।

অন্যদিকে, ক্রুনাল পান্ডিয়ার পরিবর্তে ভারতের একাদশে জায়গা পেয়েছেন মনিশ পান্ডে।


বাংলাদেশ একাদশ

লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রিসাভ পান্ত, শিভাম দুবে, মনিশ পান্ডে, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, খলিল আহমেদ ও যুজবেন্দ্র চাহাল। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //