মালদ্বীপ ৬ রানে অলআউট, বাংলাদেশের বিশাল জয়

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে নিজেদের শেষ ম্যাচেও মালদ্বীপকে ২৪৯ রানে হারিয়েছে বাংলাদেশ।

নেপালের পোখড়ায় আজ বৃহস্পতিবার বাংলাদেশ আগে ব্যাটিং করে ২ উইকেটে করেছিল ২৫৫ রান। জবাবে মালদ্বীপ করে মাত্র ৬ রান।

এর আগে নেপালের কাছে ১৬ রানে, শ্রীলঙ্কার কাছে ৩০ রানে অলআউট হওয়ার পর এবার বাংলাদেশের কাছে মালদ্বীপ অলআউট হলো মাত্র ৬ রানে। গতকাল বুধবার শ্রীলঙ্কার কাছেও ২৪৯ রানে হেরেছিল তারা।

ম্যাচে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের দুজন। মিডলঅর্ডারে নিগার সুলতানা ৬৫ বলে হার নামা ১১৩ রান করেন। চার নম্বরে ব্যাট করতে নামা ফারজানা হকের ব্যাট থেকে আসেন ৫৩ বলে অপরাজিত ১১০ রান। 

আর্ন্তজাতিক কোনো টি-২০’তে এটাই বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ দলীয় রান। আর ২৪৯ রানের বিশাল এই জয়টাও আরেকটি রেকর্ড।

টস জিতে আজ আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সালমা খাতুন। বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। ১৯ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান শামীমা সুলতানা (৫) ও সানজিদা ইসলাম (৭) ফেরেন সাজঘরে।

তৃতীয় উইকেটে জুটি বাঁধেন নিগার ও ফারজানা। তৃতীয় ওভার থেকে শুরু হয় তাদের লড়াই। ইনিংস শেষও করেন এ দুই ব্যাটম্যান। ১৮ ওভার ব্যাটিং করে ২৩৬ রান তোলেন। 

বাংলাদেশের ইনিংসে বাউন্ডারি এসেছে ৩৬টি, ওভার বাউন্ডারি ৩টি। ফারজানা সর্বোচ্চ ২০টি ও নিগার ১৪টি চার মারেন। তিনটি ছক্কাই এসেছে নিগার সুলাতানার ব্যাট থেকে। 

ব্যাটিংয়ের পর মালদ্বীপের বিপক্ষে বোলিংয়ে দাপট দেখায় বাংলাদেশ। ৬ রানে অলআউট করে পার্থক্য স্পষ্ট করে এশিয়ার চ্যাম্পিয়নরা।  বল হাতে রিতু রানী নেন ৩ উইকেট। অধিনায়ক সালমা পেয়েছেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২৫৫/২ (২০ ওভারে, শামীমা ৫, সানজিদা ৭, নিগার সুলতানা ১১৩, ফারজানা হক ১১০, শাম্মা আলী ১/৩৪)। 

মালদ্বীপ: ৬/১০ (১২ ওভারে)। 

ফল: বাংলাদেশ নারী দল ২৪৯ রানে জয়ী। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //