পিএসএলে নেই কোনো বাংলাদেশি

আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী আসর। এ আসরকে সামনে রেখে গতকাল শুক্রবার প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়। 

এবারের পিএসএলের প্লেয়ার ড্রাফটে পৃথক তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার নাম লেখান। তবে প্লেয়ার ড্রাফটে নাম লেখানো ২৩ বাংলাদেশির কাউকেই কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল।


ডায়মন্ড ক্যাটাগরিতে স্থান পাওয়া ৪ বাংলাদেশি ক্রিকেটার

ব্যাটসম্যান তামিম ইকবাল, অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

গোল্ড ক্যাটাগরিতে স্থান নেওয়া ১০ বাংলাদেশি ক্রিকেটার

আবুল হাসান রাজু, আফিফ হোসাইন, আমিনুল ইসলাম বিপ্লব, আল আমিন হোসাইন, অলক কাপালি, লিটন দাস, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, ও তাসকিন আহমেদ।

সিলভার ক্যাটাগরিতে স্থান পাওয়া ৯ বাংলাদেশি ক্রিকেটার

আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, ফরহাদ রেজা, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, মুক্তার আলি, মোহাম্মদ নাইম শেখ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফ হাসান।


প্লেয়ার ড্রাফট শেষে যেমন হলো পিএসএলের ৬ দলের স্কোয়াড-

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স

সরফরাজ আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শেন ওয়াটসন, আহমেদ শেহজাদ, উমর আকমল, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, আহসান আলি, জেসন রয়, বেন কাটিং, ফাওয়াদ আহমেদ, সোহেল খান, তাইমাল মিলস, আব্দুল নাসির, আরিশ খান, আজম খান, কিমো পল ও খুররম মনজুর।


লাহোর কালান্দার্স

ফখর জামান, মোহাম্মদ হাফিজ, ডেভিড ভিসা, শাহীন শাহ আফ্রিদি, উসমান খান শিনওয়ারি, সোহেল আখতার, হারিস রউফ, সালমান বাট, ক্রিস লীন, সামিত প্যাটেল, সেকুগে প্রসন্ন, বেন ডাঙ্ক, ফারজান রাজা, জাহিদ আলি, মোহাম্মদ ফায়জান, লেন্ডল সিমন্স ও দিলবার হুসাইন।


মুলতান সুলতান্স

মোহাম্মদ ইরফান, শহীদ আফ্রিদি, জেমস ভিন্স, জুনায়েদ খান, শান মাসুদ, আলি শফিক, মোহাম্মদ ইলিয়াস, মইন আলি, রাইলি রুশো, জিশান আশরাফ, রবি বোপারা, সোহেল তানভির, খুশদীল শাহ, উসমান কাদির, ফ্যাবিয়ান অ্যালেন, রোহেল নাজির, ইমরান তাহির ও বিলওয়াল ভাট্টি।


ইসলামাবাদ ইউনাইটেড

শাদাব খান, ফাহিম আশরাফ, আসিফ আলি, লুক রনকি, হুসাইন তালাত, আহমাদ বাট, রিজওয়ান হুসাইন, মুসা খান, ডেল স্টেইন, কলিন ইনগ্রাম, কলিন মুনরো, রুম্মন রইস, ফিল সল্ট, জাফর গোহর, আকিফ জাভেদ, আহমেদ শফি আব্দুল্লাহ, সাইফ বদর ও র‍্যাসি ভ্যান ডার ডুসেন।


পেশোয়ার জালমি

ওয়াহাব রিয়াজ, হাসান আলি, কাইরন পোলার্ড, কামরান আকমল, ড্যারেন সামি, ইমাম উল হক, উমর আমিন, টম ব্যান্টন, শোয়েব মালিক, লিয়াম ডসন, মোহাম্মদ মহসীন, রাহাত আলি, ডোয়েইন প্রিটোরিয়াস, আদিল আমিন, আমির খান, আমির আলি, লিয়াম লিভিংস্টোন ও হায়দার আলি খান।


করাচি কিংস

বাবর আজম, মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, ইফতিখার আহমেদ, আমির ইয়ামিন, উসামা মির, উমের খান, অ্যালেক্স হেলস, ক্রিস জর্দান, শারজিল খান, ক্যামেরুন দেলপোর্ত, মোহাম্মদ রিজওয়ান, উমাইদ আসিফ, ড্যান লরেন্স, আলি খান, আরশাদ ইকবাল, লিয়াম প্ল্যাংকেট ও আওয়াইজ জিয়া।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //