ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

চার দলের টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে ভারত ‘বি’ দলকে ১৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। 

বুধবার (২২ জানুয়ারি) ভারতের পাটনায় সিরিজের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানের বেশি করতে পারেনি ভারত ‘বি’ দল। 

এর আগে বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও শেষটা প্রত্যাশামাফিক হয়নি। উদ্বোধনী জুটিতে ২৫ রান তোলেন মুর্শিদা খাতুন ও শামীমা সুলতানা। এরপর ফিরে যান শামীমা। ১৪ বলে ১৩ রান করে ফেরেন তিনি। সেখান থেকে মুর্শিদা ও সানজিদা ইসলাম ৬০ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু এরপর ছন্দপতন ঘটে। ১ উইকেটে ৮৫ রান করা বাংলাদেশ দলীয় সংগ্রহে পরবর্তী ৩২ রান যোগ করতে হারায় ৭ উইকেট! মুর্শিদা ৩৪, সানজিদা ৩৪, নিগার সুলতানা ১৮ ও শামীমা ১৩ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। ফারজানা হক ৩, শবনম মুস্তারি ১, ফাহিমা খাতুন ০, জাহানারা আলম অপরাজিত ২ ও সালমা খাতুন অপরাজিত ৭ রান করেন।

বল হাতে ভারত ‘বি’ দলের তানুজা কানওয়ার ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন নুপুর কোহালে।

১১৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপের মুখে পড়ে ভারত ‘বি’ দল। ২ রান তুলতেই ৩ উইকেট হারায়। ২৫ রানের মাথায় চতুর্থ ও ৪৫ রানের মাথায় পঞ্চম উইকেট হারালে ১১৮ রানের টার্গেট পাহাড়সম হয়ে দাঁড়ায় ভারতের কাছে। এরপর কয়েকটা ছোট ছোট জুটি হলেও টার্গেটের নাগাল পায়নি ভারত।

ভারতের তেজাল হাসাবনিস সর্বোচ্চ ৩৪ রান করেন। অপরাজিত ২১টি রান আসে তানুজা কানওয়ারের ব্যাট থেকে। মিন্নু মানি ১৭ ও সিমরান বাহাদুর করেন ১১ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।

বল হাতে বাংলাদেশের জাহানারা আলম ও সালমা খাতুন ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন খাদিজাতুল কুবরা ও নাহিদা আক্তার।

চার দলের সিরিজে বাংলাদেশ, থাইল্যান্ড, ভারত ‘এ’ ও ভারত ‘বি’ দল অংশ নিয়েছিলো। মঙ্গলবার (২১ জানুয়ারি) থাইল্যান্ডের মেয়েদের হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //