মন্থর ব্যাটিংয়ে টাইগারদের সংগ্রহ ১৪১

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান করে বাংলাদেশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।

মন্থর গতিতে ব্যাটিং শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল ও নাঈম। প্রথম পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৩৬। টি-টোয়েন্টির হিসাবে যেটা খুবই বেমানান।

দেখেশুনেই খেলছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও নাঈম। তাদের অবিচ্ছিন জুটিতে আসে ৭১ রান। করে কিন্তু তারপরেই বাধে বিপত্তি। ১১তম ওভারের শেষ বলে রান আউট হয়ে ফিরে যান তামিম। ফেরার আগে ৩৪ বলে ৩৯ রান করেন এই ওপেনার।

এরপর উইকেটে আসা লিটিন দাসও খুব একটা সুবিধা করতে পারেননি। ১৫তম ওভারে রান আউট হয়ে ফেরার আগে করেন ১৩ বলে ১২ রান। এরপরের বলেই ফেরেন ওপেনার নাঈম। তার ৪১ বলে ৪৩ রানের ইনিংসটিতে ছিল ২টি ছয় ও ৩টি চারের মার।

এরপর উইকেটে আসেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসাইন। মিডল স্টাম্পের বলে ক্রস শট খেলতে গিয়ে বোল্ড হন তিনি। 

১৯তম ওভারে শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। 

শেষদিকে অধিনায়ক মাহমুদউল্লাহর ক্যামিওতে ১৪১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসাইন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।


পাকিস্তান একাদশ:

আহসান আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, হারিস রউফ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //