লাঞ্চের আগেই ৫ উইকেট নেই জিম্বাবুয়ের

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের চতুর্থ দিন ব্যাট করছে জিম্বাবুয়ে।

টেস্টে আজ মঙ্গলবার চতুর্থ দিনেই জয় তুলে নিতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যেই সকালে বোলিংয়ে শুরুটাও ভালো করেছে মুমিনুল হকের দল।

দিনের ষষ্ঠ ওভারে ওপেনার কেভিন কাসুজাকে তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। এরপর আরো দুই উইকেট পড়ায় চাপে রয়েছে জিম্বাবুয়ে। মধ্যাহৃ ভোজের আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১১৪ রান তুলেছে জিম্বাবুয়ে। 

লাঞ্চের পর ৩৩ ওভারে জিম্বাবুয়ের স্কোর ১২০/৫। সিকান্দার রাজা ৩৭ ও টাইমাইসেন মারুমা ৬ রানে ব্যাট করছেন

আজ সকালে আকাশে মেঘের ছায়া দেখে অধিনায়ক মুমিনুল তুলে দেন আবু জায়েদ রাহীর হাতে। শুরুর চার ওভারের তিনটিই মেডেন নিলেন তিনি। সকালে উইকেট শিকার শুরু হলো তাইজুলের স্পিনে। আগের দিনের নটআউট ব্যাটসম্যান কেভিন কাসুজা স্লিপে ক্যাচ দিলেন। মোহাম্মদ মিঠুন দ্বিতীয় স্লিপে ক্যাচটা হাতে রাখলেন। 

আগের দিনের বিকেলের সফল স্পিনার নাঈম হাসানকে চতুর্থ দিনের সকালে একটু দেরিতে আক্রমণে আনেন মুমিনুল। কিন্তু এদিনও উইকেট শিকার করতে মোটেও দেরি করেননি নাঈম। দিনে নিজের প্রথম ওভারের পঞ্চম বলেই ফেরালেন ব্রেন্ডন টেলরকে। উইকেটে সেট হয়ে যাওয়ার পর ব্রেন্ডন টেলর একটু মেরে কেটে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু ছক্কা মারার জন্য নাঈমের ভুল বলকে বেছে ক্যাচ তুলে দিলেন টেলর।

৪৪ রানে ৪ উইকেট হারানো জিম্বাবুয়ের মিডলঅর্ডারের ভার সামলানোর দায়িত্বটা পড়ে অধিনায়ক ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজার ওপর। পঞ্চম উইকেট জুটিতে তারা যোগ করেন ৬০ রান। আরভিন বেশ ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু সিঙ্গেল রান নেয়ার বড় একটা ঝুঁকি নিয়ে উইকেট হারান তিনি। মুমিনুলের সরাসরি থ্রোতে রান আউট হয়ে ফিরেন আরভিন।

সংক্ষিপ্ত স্কোর:(চতুর্থ দিন লাঞ্চ শেষে)

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৬৫/১০ (১০৬.৩ ওভারে; মাসভাউরে ৬৪, কাসুজা ২, আরভিন ১০৭, টেলর ১০, সিকান্দার রাজা ১৮, মারুমা ৭, চাকাভা ৩০, তিরিপানো ৮; নাঈম ৪/৭০, রাহী ৪/৭১ ও তাইজুল ২/৯০)।

বাংলাদেশ ১ম ইনিংস: ৫৬০/৬ ডিক্লেয়ার্ড (১৫৪ ওভারে; সাইফ ৮, তামিম ইকবাল ৪১, নাজমুল হোসেন শান্ত ৭১, মুমিনুল হক ১৩২, মুশফিক ২০৩*, লিটন ৫৩*; আইন্সলে লভু ২/১৭০)।

জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস: ১২০/৫ (৩৫ ওভারে; কেভিন কাসুজা ১০, টেলর ১৭, আরভিন ৪৩, সিকান্দার রাজা ৩৭*; নাঈম হাসান ৩/৪৪)।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //