দক্ষিণাঞ্চলের হ্যাটট্রিক শিরোপা

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) হ্যাটট্রিক শিরোপা জিতলো দক্ষিণাঞ্চল। গত আসরেও ফাইনালে খেলেছে দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল। তবে সেবার রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় পূর্বাঞ্চলকে। এর আগে তিনবার ফাইনাল খেললেও কখনো শিরোপা জিতেনি তারা। পূর্বাঞ্চলকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পঞ্চমবারের মতো বিসিএল শিরোপা জিতেছে দক্ষিণাঞ্চল।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চারদিনের টেস্টের শেষ ও চতুর্থদিনে ৩৫৪ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পূর্বাঞ্চল গুটিয়ে যায় ২৪৮ রানে। এর আগে তারা প্রথম ইনিংসে করেছিল ২৭৩ রান।

পূর্বাঞ্চলের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৮১ রান করেন মাহমুদুল হাসান। ৪২ রান এসেছে উইকেটরক্ষক জাকির হোসেনের ব্যাট থেকে। আফিফ হোসেন করেছেন তৃতীয় সর্বোচ্চ ৩১ রান।

দক্ষিণাঞ্চলের হয়ে ৩টি করে উইকেট ভাগাভাগি করেন শফিউল ইসলাম ও মেহেদী হাসান। ২ উইকেট নিয়েছেন ফরহাদ রেজা।

এর আগে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১২৫ রান নিয়ে চতুর্থদিন শুরু করেছিল দক্ষিণাঞ্চল। তবে বেশিদূর এগোতে পারেনি তারা। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মেহেদী হাসান ফিফটি করলেও দ্রুত সাজঘরে ফেরেন অধিনায়ক আব্দুর রাজ্জাক (৩)। মেহেদী ৫৩ রানে আউট হলে ১৪০ রানে থামে দক্ষিণাঞ্চল। টার্গেট পায় ৩৫৪ রানের। এর আগে দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে করে ৪৮৬ রান।

প্রথম ইনিংসে অপরাজিত ১০৩ রানের ইনিংস ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন দক্ষিণাঞ্চলের অলরাউন্ডার ফরহাদ রেজা। আর এনামুল হক বিজয় হয়েছেন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //