ভালো আছি, কেউ বিভ্রান্ত হবেন না: মাশরাফি

দেশ সেরা সফলতম সাবেক অধিনায়ক ও নড়াইলের এমপি মাশরাফি বিন মুর্তজার শারীরিক অবস্থা ভালো আছে। মাশরাফির অ্যাজমার সমস্যা থাকলেও এখন বুকে ব্যথা নেই।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মাশরাফিও তার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। সাবেক এই অধিনায়ক লিখেছেন, 'আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক।'

'হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাওয়ার তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কোনো কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজে আপনারা বিচলিত হবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে একত্র থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।' 

দুদিন ধরে জ্বর থাকায় গত শুক্রবার রাতে করোনা টেস্ট করান মাশরাফি। শনিবার দুপুরে টেস্ট হাতে পেয়ে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। এরআগে তার শাশুড়ি ও তার স্ত্রী সুমনা হক সুমির বোনের মেয়ে আগামী করোনায় আক্রান্ত হন। 

মাশরাফির চিকিৎসা তদারকি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //