ধোনির ক্রিকেট জীবনের অজানা তথ্য

মহেন্দ্র সিং ধোনির সাফল্য সম্পর্কে সবারই কমবেশি জানা। মঙ্গলবার ছিলো তাঁর ৩৯তম জন্মদিন। তাই এই ভারতীয় কিংবদন্তি সম্পর্কে কিছু অজানা তথ্য তুলে ধরা হলো-

১. মহেন্দ্র সিং ধোনি ভারতের প্রথম উইকেটরক্ষক ব্যাটসম্যান, যিনি টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন দেশকে।

২. ধোনি ভারতের দ্বিতীয় অধিনায়ক, যিনি ঘরের মাঠে এবং বিদেশে দুই ক্ষেত্রেই অধিনায়ক হিসেবে জয় এনে দিয়েছিলেন দেশকে।

৩. দেশের একমাত্র অধিনায়ক হিসেবে টানা পাঁচটি টেস্ট সিরিজ জয় রয়েছে ধনির ঝুলিতে।

৪. দেশের একমাত্র উইকেটরক্ষক ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে ৪ হাজার রান এবং সেই সঙ্গে স্ট্যাম্পের পিছনে দাঁড়িয়ে ২০০টিরও বেশি উইকেট শিকার রয়েছে ধোনির ঝুলিতে।

৫. পেশাদার ক্রিকেটার হিসেবে কেরিয়ার শুরু করার আগে ফুটবল এবং ব্যাডমিন্টনেও ধনির ব্যাপক আগ্রহ ছিলো। ফুটবল এবং ব্যাডমিন্টন দুটোতেই তিনি জেলাস্তরে প্রতিনিধিত্ব করেছেন।

 ৬. বন্ধু সন্তোষ লালের কাছে থেকে হেলিকপ্টার শট শিখেছিলেন ধনি। যিনি ঝাড়খণ্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

৭. ভারতের টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেল হিসেবে সাম্মানিক পদ অলংকৃত করেছেন মহেন্দ্র সিং ধোনি।

৮. বিশ্ব ক্রিকেট সার্কিটে একমাত্র অধিনায়ক হিসেবে ধোনি ওয়ানডে বিশ্বকাপ, টি২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মতো তিনটি প্রধান আইসিসি টুর্নামেন্ট জিতেছেন।

৯. ধোনির প্রিয় অভিনেতা জন আব্রাহাম। শোনা যায় জনকে দেখে অনুপ্রাণিত হয়েই সোনালি চুলে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন ধনি।

১০. প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ধোনি প্রথম টানা দুইবার আইসিসি ‘ওয়ানডে ক্রিকেটার অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছিলেন।

১১. ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন ধোনি। চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে প্রথম বলেই রানআউট হয়েছিলেন তিনি।


১২. ১৮ বছর বয়সে বিহারের হয়ে প্রথমবার রঞ্জি ট্রফিতে মাঠে নামেন ধোনি।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //