গোপীবাগের হামলার ঘটনায় সিসি ফুটেজ দেখে গ্রেফতার ৫

ঢাকার গোপীবাগে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সিসি ফুটেজের মাধ্যমে তাদের শনাক্ত করে তাদের গতকাল রবিবার রাতে গ্রেফতার করা হয় বলে পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার মোহাম্মদ শামসুজ্জামান জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- সোহেল, তুহিন, বেল্লাল, ফারুক ও মুন্না।

শামসুজ্জামান বলেন, এদের মধ্যে প্রথম চারজনের নাম রয়েছে গতকাল আওয়ামী লীগের পক্ষ থেকে দায়ের করা মামলায়। গ্রেফতারদের রাজনৈতিক পরিচয় জানাতে পারেননি তিনি।

আজ সোমবার দুপুরে ওয়ারি জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ হান্নানুল ইসলাম বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতোমধ্যে ঘটনাস্থলের আশপাশের বেশকিছু সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। মামলায় বিএনপির ৪০-৫০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়।

গতকাল দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের প্রচারের সময় ওই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় দুই দলই হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

পরে আওয়ামী লীগের পক্ষ থেকে ওয়ারী থানায় একটি মামলা করা হয়। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে মামলা করতে গেলেও থানা থেকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছে দলটি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //