করোনা আক্রমণ করে মস্তিষ্কেও

প্রচণ্ড জর, শ্বাসকষ্ট সাথে ঘ্রাণশক্তি ও মুখের রুচি কমে যাওয়া। করোনাভাইরাস আক্রমণে এই লক্ষণগুলো সবার জানা।

কিন্তু সম্প্রতি বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাস মস্তিষ্কে সমস্যার কারণ হতে পারে। আর তা রোগীর মানসিক অবস্থা বদলে দিতে পারে।

হেনরি ফোর্ড হেলথ সিস্টেমের গবেষকরা রিপোর্টে বলছেন, করোনাভাইরাস আক্রান্তের শরীরে অস্বাভাবিক এক ধরনের মস্তিষ্ক প্রদাহের তৈরি করে।

একজন ৫৮ বছর বয়সী এক বৃদ্ধার মাঝে এমন কিছু লক্ষণ দেখা যায়। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হন এবং তার মাঝে একিউট নেক্রোটাইজিং এনসেফালাইটিস (এএনই) অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতে সংক্রমণ হতে দেখা যায়।

এই রিসার্চ টিমের একজন ডা: এলিসা ফরি বলেন, রোগীর মানসিক অবস্থা পরিবর্তনের বিষয়টি খুব সচেতনভাবে লক্ষ্য করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের গুরুতর স্নায়ুজনিত চিকিৎসার ব্যাপারে ভাবতে হবে। এটি ফুসফুসের জটিলতা মতোই মারাত্মক।

এএনই একটি বিরল, গুরুতর ও খুব দ্রুত আক্রমণাত্মক রোগ। যা মস্তিষ্কের কার্যক্রমকে প্রভাবিত করে। আর ভাইরাল সংক্রমণের পর এটি খুব দ্রুত প্রকাশ পায়।

এর আগে ইনফ্লুয়েঞ্জা, গুটি বসন্ত, ও এন্টারোভাইরাস জাতীয় সংক্রমণেও এমন দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে কোভিড-১৯ এর সাথেও এই রোগটি যুক্ত রয়েছে।

অর্থাৎ এই রোগে জ্বর, সর্দি, কাশির সাথে বিভ্রান্তি, অবসাদ, স্মৃতিশক্তি লোপ পাওয়ার লক্ষণ ও দেখা দিতে পারে।-মিরর

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //