ফিরলেন ফারিয়া

ঢালিউডের অন্যতম নায়িকা নুসরাত ফারিয়া টানা দুই মাস পরে ফিরলেন ঢাকায়। লকডাউনের কারণে তিনি ময়মনসিংহে আটকে ছিলেন। সেখানে তিনি তাদের ফার্ম হাউজে ছিলেন। 

এ ব্যাপারে নুসরাত ফারিয়া বলেন, ‘যখন করোনা সংক্রমণ শুরু হলো, এর পরপরই চলে গিয়েছিলাম নিজ এলাকায়। বাড়িতে বয়োজ্যেষ্ঠ সদস্য আছেন। সংক্রমণের ঝুঁকি বেশি। তাই তাদের সবাইকে নিয়ে ফার্ম হাউজে উঠেছিলাম। তবে সেটা যে এত লম্বা সময়ের জন্য হবে বুঝিনি।’


এপ্রিলের প্রথম সপ্তাহে সেখানে গিয়েছিলেন তিনি। আর ফিরলেন গতকাল (১ জুন)। টানা দুই মাস সেখানেই ছিলেন গ্রামীণ পরিবেশে। এই দুই মাস অসাধারণ কেটেছে তার, যদিও মিস করেছেন জিম আর শরীরচর্চা।

ফারিয়া বলেন, ‘এই সময়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিলো। নিজ পরিবারকেও সময় দিলাম। মাত্রই তো লকডাউন খোলা শুরু হয়েছে। আমিও গ্রাম থেকে বেরিয়ে পড়লাম। কারণ, অনেক কাজ জমে গেছে। আস্তে আস্তে সেসব গুছিয়ে নিতে হবে। নিজেকে শুটিংয়ের জন্য প্রস্তুত করতে হবে। অনেক পরিশ্রম করতে হবে। আনন্দের দুটো মাস আপাতত ভুলে যেতে হবে।’


২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আশিকী চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক হয়  তার। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। এরপর কাজ করেছেন আরো বেশ কিছু সিনেমায়। তিনি   দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় কাজ করেছেন। আর 

করোনার কারণে শিহাব শাহীনের ‘যদি...কিন্তু...তবুও’ ছবির শুটিং শুরু করেও বন্ধ করে দিতে হয়েছিলো। এতে একসঙ্গে রয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব ও ফারিয়া।

দেশে করোনা শনাক্ত হওয়ার আগে গত ৬ মার্চ ফারিয়া ও শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ মুক্তি পায়। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //