অ্যাপে মুক্তি পাচ্ছে শাকিব-বুবলীর নতুন ছবি

করোনা পরিস্থিতির কারণে টানা দুই মাসেরও বেশি সময় বন্ধ ছিলো শুটিং,  সিনেমা হলে মুক্তি পাচ্ছে না ছবি। গত রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসার কথা ছিলো শাকিব খান-শবনম বুবলী অভিনীত ‘বিদ্রোহী’ চলচ্চিত্র। তবে করোনার  কারণে সেটা হয়নি। সামনের ঈদেও হলে মুক্তি পাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। 

এমন পরিস্থিতিতে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া এবার ভিন্ন কৌশল নিতে যাচ্ছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তারা তৈরি করেছে ভিডিও স্ট্রিমিং অ্যাপ। সেখানে  ‘বিদ্রোহী’ সিনেমাটি মুক্তি দেয়ার কথা ভাবছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান।

সেলিম খান বলেন, ‘রোজার ঈদে আমাদের দুটি চলচ্চিত্র মুক্তি দিতে পারিনি। কোরবানির ঈদে হল যদি খুলেও দর্শকরা সেখানে যাবেন কিনা বা কত প্রেক্ষাগৃহ চালু হতে পারবে- সে প্রশ্নও আছে। তাই করোনা পরবর্তী বিশ্বের কথা মাথায় রেখে আমরা তৈরি করেছি অ্যাপটি। এর ৯৯ শতাংশ কাজ শেষ। এখন পরীক্ষামূলক কিছু বিষয় দেখা হচ্ছে। চলতি মাসেই অ্যাপটির ঘোষণা আমরা দেবো।’

তিনি আরো বলেন, ‘এখন মোবাইলের যুগ। পার্শ্ববর্তী দেশ এক্ষেত্রে (অ্যাপ) অনেক এগিয়ে গেছে। আমরা সেই ট্রেন্ডটা ধরতে চাচ্ছি। এ জন্য নিজেদের প্রযোজনা আরো বাড়ানো হবে।’

‘বিদ্রোহী’ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান ও শবনম বুবলী। এছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নবাগত মৃদুলা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //