শুটিং কতোটা নিরাপদ?

১ জুন থেকে শুরু হয়েছে ছোট ও বড় পর্দার শুটিং। ১৪টি সংগঠন বেশ কিছু নির্দেশনা দিয়ে গত ২৮ মে শুটিং শুরু করার সিদ্ধান্ত নেয়। করোনার কারণে শুটিং নিয়ে অনেকের দ্বিমত থাকলেও বেশ কিছু নির্মাতা, শিল্পী, কলাকুশলী সংগঠনের শর্ত মেনে শুটিং করছেন। গত ১৯ মার্চ থেকে সব ধরনের শুটিং বন্ধ হয়। তবে প্রশ্ন থেকে যায় করোনাভাইরাসের এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে শুটিং কতোটা সম্ভব? 

প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম বলেন, জুন থেকে লকডাউন শেষ হয়েছে। সব কিছু খোলা হয়েছে। আমাদের শুটিং বন্ধ রেখে লাভ কি। এমনিতে অনেক চলচ্চিত্রের শুটিং বন্ধ আছে। অনেক প্রযোজক-পরিচালক শুটিং শুরু করতে চান। আমাদের চলচ্চিত্রের অবস্থা খারাপ। 

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, করোনার এই পরিস্থিতিতে শুটিং বেশ ঝুঁকিপূর্ণ। তবু এভাবে তো সব বন্ধ রাখা যায় না। শুটিং স্পটে কেউ আক্রান্ত হলে তার জন্য প্রযোজক-পরিচালক দায়ী থাকবেন। তাই খুব সতর্কতা অবলম্বন করতে হবে শুটিংয়ে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //