সীমিত আকারে সুন্দরবনে পর্যটন কার্যক্রমের সিদ্ধান্ত

নভেম্বর মাসে সুন্দরবনে সীমিত আকারে পর্যটন পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ২৫ থেকে ২৭ নভেম্বর তিনদিন পর্যটন বন্ধ থাকবে। 

বন বিভাগের সঙ্গে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস) এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

খুলনার বন ভবনে আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টায় এ সভাটি অনুষ্ঠিত হয়।

সুন্দরবন পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বশিরুল আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, পানিতে যেহেতু কোনো সমস্যা নেই, তাই জেলেদের পাস পারমিট দেয়া হবে।

বন সংরক্ষক (খুলনা) মো. মঈনুদ্দিন খান বলেন, ‘সুন্দরবনে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত সীমিত আকারে পর্যটন চলবে। কারণ রাসমেলার আগে ট্যুর অপারেটররা পর্যটক বুকিং নিয়েছিলেন। সেগুলো ছাড়ার জন্যই নভেম্বর মাসে পর্যটন সীমিত করা হচ্ছে। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্ত সুন্দরবনে পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সব ট্যুরিজম কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এই তিন দিন বাদে ট্যুরিজম কার্যক্রম যথারীতি স্বভাবিক নিয়মে চলবে।’

তিনি আরো বলেন, ‘ইলিশ নিষেধাজ্ঞার কারণে জেলেদের দুই দফায় মাছ শিকার বন্ধ ছিল। এ কারণে জেলেদের জন্য আজ থেকে পাস পারমিট দেয়া চালু করা হবে।’

সভায় সুন্দরবন পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন, সুন্দরবন পূর্ব বিভাগের কর্মকর্তা মাহমুদুল হাসান, ট্যুর অপারেটর অব সুন্দরবনের আহ্বায়ক মঈনুল ইসলাম জমাদ্দার, যুগ্ম আহ্বায়ক নাজমুল আজম ডেভিড উপস্থিত ছিলেন।

এদিকে বনের ক্ষয়ক্ষতি নিরূপণে সোমবার থেকে কাজ শুরু করেছে বন বিভাগের ৬৩টি ক্যাম্পের কর্মকর্তা-কর্মচারীরা।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : সুন্দরবন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //