বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছে। নিহতরা মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে বিজিবি।  

রবিবার (১৭ নভেম্বর) ভোরে সীমান্তের ঘুমধুম-তুমব্রুর মাঝে চেয়ারম্যানঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

ওই সময় ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা, একটি এক নলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধারের দাবি করেছে বিজিবি। 

নিহতরা হলেন- কক্সবাজার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর আলী হোসেনের ছেলে ইয়াছিন আলী (৩০) ও একই এলাকার রোহিঙ্গা ক্যাম্প-২ এর আবুল কালামের ছেলে হোসেন আলী (২৩)। 

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমন কান্তি চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দুটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ বলেন, সীমান্তে টহল দেয়ার সময় একটি দলকে থামাতে বললে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে দুইজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।

এর আগে ১১ নভেম্বর ঘুমধুম সীমান্তে চোরাকারবারীরা বিজিবি সদস্যদের ওপর গুলি চালালে বিজিবির দুই সদস্য আহত হয়। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার রামু সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //