রাজশাহীতে শিশু ধর্ষণের পর হত্যা মামলায় ২ জনের ফাঁসি

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় দুজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানারও আদেশ দেয়া হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজশাহীর শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মনসুর আলম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর শাহমখদুম থানার পাকুড়িয়া উত্তরপাড়ার মানু মণ্ডলের ছেলে সাইদুর রহমান ওরফে জ্যাক ও মো. হোসেনের ছেলে মো. রানা।

মামলার এজাহারে জানা যায়, মাঝিগ্রামের সিদ্দিক আলীর মেয়ে মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী স্বপ্না খাতুন ওরফে বেলি (১০) ২০১৩ সালের ২৩ আগস্ট পাকুড়িয়া গ্রামে তার ফুফুর বাড়ি বেড়াতে যায়। ওই দিনই সন্ধ্যায় স্বপ্না একাই বাড়ি ফেরার উদ্দেশে বেরিয়ে যায়। কিন্তু বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। রাত ৯টার দিকে বাড়ির পাশের একটি আমবাগানে স্বপ্নার স্যান্ডেল পাওয়া যায়। সেই সূত্র ধরে খুঁজতে খুঁজতে পাশের একটি পরিত্যক্ত কবরস্থানে স্বপ্নার মরদেহ পাওয়া যায়। পরদিন এঘটনায় শাহ মখদুম থানায় মামলা করেন স্বপ্নার বাবা সিদ্দিক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোজাফফর হোসেন জানান, রায় ঘোষণার সময় দুই আসামিকেই কাঠগড়ায় হাজির করা হয়। রায় ঘোষণার পর তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রইস উদ্দিন জানান, এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //