হেলিকপ্টারের দরজা খুলে পড়লো বাড়ির ওপর

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় একটি হেলিকপ্টারের দরজা খুলে একটি বাড়ির ওপর পড়েছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও  ওই বাড়ির রান্নাঘরের আংশিক ক্ষতি হয়েছে।

গতকাল বুধবার (১ এপ্রিল) এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার সিঙ্গাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ ওই ইউনিয়নের বেগুনটিয়ারি গ্রামের ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাকের বাড়ির ওপর হেলিকপ্টারের একটি দরজা ভেঙে পড়ে। এতে একটি ঘরের আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এসময় বাড়িতে লোকজন না থাকায় কোনো প্রাণহানি হয়নি। 

পরে ৯৯৯ নম্বরে ফোন করেন স্থানীয় এক বাসিন্দা ইউছুফ আলী। ফোন পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে হেলিকপ্টারের খসে পড়া দরজাটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

থানার পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুস সাত্তার মিয়া জানান, উদ্ধারকৃত দরজাটি বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টারের। বিকেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের  লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হেলিকপ্টারের দরজাটি থানা থেকে নিয়ে গেছে হেলিকপ্টারের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //