বরিশালে প্রবেশ-ত্যাগে নিষেধাজ্ঞা

দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বরিশালে প্রবেশ ও ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব ও গণজমায়েত রোধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলায় অবস্থানরত ব্যক্তিবর্গ ও যানবাহন জেলার বাইরে যেতে পারবে না। বাইরে থেকেও কেউ বরিশালে আসতে পারবে না। তবে ওষুধ, খাদ্যদ্রব্য, কৃষি পণ্য, আমদানি-রফতানি কাজে নিয়োজিত যানবাহন ও ব্যক্তি এবং জরুরি সেবাগুলো এই আদেশের আওতামুক্ত থাকবে।

প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, নৌ-পুলিশ ও হাইওয়ে পুলিশ কর্মকর্তাদের কাছে এই গণবিজ্ঞপ্তির অনুলিপি দেয়া হয়েছে।

এদিকে জেলা প্রশাসনের এই গণবিজ্ঞপ্তির পর বরিশালে প্রবেশ ও ত্যাগের ওপর আরও কড়াকড়ি আরোপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ। চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালাচ্ছে ট্রাফিক বিভাগ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //