সুনামগঞ্জের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

বাংলাদেশের সাম্প্রতিক সময়ের করোনাভাইরাস নিয়ন্ত্রণ, রোগ নিরাময় এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে দেশের সিলেট ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার(৭ এপ্রিল) সকাল ১০টায়  প্রধানমন্ত্রী গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার জেলা প্রশাসকের সাথে ভিডিও কনফারেন্সে মিলিত হন। 

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে  ভিডিও কনফারেন্সে সুনামগঞ্জ প্রান্তে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সংযুক্ত হন। 

এ সময় সুনামগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক; সুনামগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা; সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যা অ্যাড. শামীমা শাহরিয়ার, পুলিশ সুপার সুনামগঞ্জ মো. মিজানুর রহমান বিপিএম, বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্ণেল মাহমু্ব হাসান, সিভিল সার্জন সুনামগঞ্জ  ডা. মো. শামস উদ্দিন,বাংলাদেশ আওয়ামীলীগ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন; উপ-পরিচালক, স্থানীয় সরকার মোহাম্মদ এমরানুল হোসেন; সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, উপপরিচালক এনএসআই সুনামগঞ্জ; উপপরিচালক, ইসলামিক ফাউণ্ডেশন মো. সিদ্দিকুর রহমান; জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সদর হাসপাতালের আরএমও, নার্স, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : সুনামগঞ্জ

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //