ইটনায় কর্মহীন দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ

করোনা সংকট মোকাবেলায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর জীবিকা উন্নয়ন প্রকল্পের আওতায় কর্মহীন দরিদ্র অসহায় পরিবারে নগদ অর্থ বিতরণ করেছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের মন্ডলপাড়া, মীরহাটি, নয়াবাড়ি, পুর্বগ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে অর্থ বিতরণ করেন প্রোগ্রাম ম্যানেজার মো. আবু আব্দুল্লাহ ভূইয়া। 

এ বিষয়ে তিনি বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার স্যারের পরামর্শক্রমে প্রকল্পের সুবিধাভোগীদের মধ্য থেকে কর্মহীন প্রতিবন্ধী, দরিদ্র, অতিদরিদ্র ১৩০ জন সদস্য বাছাই করে প্রত্যেক পরিবার কে নগদ ১৫০০ টাকা করে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে প্রকল্পের আওতায় বিতরন কার্য অব্যহত থাকবে। 

তিনি বলেন, আমরা প্রকল্পের আওতায় হাওরের অসচ্ছল পরিবারের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি। গত বছর হাওরের ইটনা, মিঠামন, অষ্ট্রগ্রামের তিন উপজেলার সুবিধাভোগীদের মধ্য থেকে মৎস্যজীবী বাছাই করে তাদেরকে মাছ ধরার জাল, ইঞ্জিন চালিত নৌকা বিতরণ করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : কিশোরগঞ্জ

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //