নারায়ণগঞ্জ আজ থেকে সম্পূর্ণ লকডাউন

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় নারায়ণগঞ্জ জেলাকে অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ৮ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ ঘোষণা করা হলো । তবে জরুরি পরিষেবা, যেমন- চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ এর আওতাবহির্ভূত থাকবে।

আইএসপিআর আরো জানায়, বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয়ের মাধ্যমে সম্মিলিতভাবে এ দায়িত্ব পালন করবে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম রোগী পাওয়া গিয়েছিল নারায়ণগঞ্জেই, এখন ঢাকার পর নারায়ণগঞ্জেই রোগীর সংখ্যা বেশি। গত সোমবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে যে নতুন ৪১ রোগী শনাক্ত হয়েছে, তার মধ্যে ১৫ জনই নারায়ণগঞ্জের। এরপরই পূর্ণ লকডডাউন করা হল জেলাটিকে।

এছাড়া দেশে এই পর্যন্ত যে ১৭ জন কভিড-১৯ রোগী মারা গেছে, তার চারজন নারায়ণগঞ্জের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //