চাঁদপুর লকডাউন

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির চাঁদপুরের সভার সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মাধ্যমে এবং সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ নির্মূল ২০১৮ এর (১১) (১) (২) (৩) ধারা মোতাবেক চাঁদপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থানের নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ বা অন্য কোনো জেলায় যেতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই রকম নিষেধাজ্ঞা থাকবে।

তবে জরুরি পরিষেবা যেমন– চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ সংগ্রহ ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //